ইসরায়েলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানাল ইরান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৩

ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য ‘আরশ-২’ নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান। রোববার (১১ সেপ্টেম্ব) ইরানিয়ান গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়েমার্স হায়দারি এ ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইফার জন্য এ বিশেষ ড্রোনটি তৈরি করেছি।


এটি একটি ইউনিক ড্রোন এই কাজের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান এ ড্রোন উন্মোচন করবে। ইসরায়েলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরায়েল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে তেল আবিব শহর ও হাইফায় হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করা হয়েছে। আরো পড়ুন>> চিতাবাঘের খোঁজে বসানো ক্যামেরা নিয়ে গেলো হনুমান!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us