You have reached your daily news limit

Please log in to continue


২০৮৫ সালের আগে খোলা যাবে না রানি এলিজাবেথের যে চিঠি

অস্ট্রেলিয়ার সিডনিতে এক ভোল্টের ভেতর সযত্নে তালাবদ্ধ রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা একটি চিঠি। কিন্তু মজার বিষয় হচ্ছে আগামী ৬৩ বছরেও এই চিঠি খোলা যাবে না।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সেভেন নিউজ অস্ট্রেলিয়ার মতে, ১৯৮৬ সালের নভেম্বরে রানি সিডনির জনসাধারণের উদ্দেশ্যে এই চিঠি লেখেন।

তবে এই চিঠির ভেতর রানি কী লিখেছিলেন তা কেউ-ই জানে না। এমনকি রানির ব্যক্তিগত কর্মচারীরাও চিঠির বিষয়বস্তু সম্পর্কে অবগত নন। খুবই সুরক্ষিতভাবে একটি কাঁচের কেসের ভেতর লুকোনো রয়েছে এই চিঠি। বর্তমানে সিডনির ঐতিহাসিক একটি ভবনের বিশেষ লকারে তা সংরক্ষিত রয়েছে।

তবে ২০৮৫ সালের আগ অবধি এই চিঠি খোলা যাবে না।

সিডনির 'লর্ড মেয়র'কে সম্বোধন করে লেখা চিঠিতে লেখা, '২০৮৫ সালে তোমার নির্বাচিত কোনো এক শুভ দিনে খামটি খুলে সিডনির নাগরিকদের এই বার্তাটি দয়া করে পৌঁছে দিও।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন