প্রতিশোধ নিতে রাশিয়া বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়েছে: ইউক্রেইন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪

ইউক্রেইনীয় বাহিনীর আক্রমণে পিছু হটার পর রাশিয়া প্রতিশোধ নিতে বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেইন।


শনিবার যুদ্ধের অন্যতম প্রধান একটি ফ্রন্টলাইন থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে, ছেড়ে দিতে হয়েছে উত্তরপূর্ব খারকিভ অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ইজিয়ুমকে।

ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেসব লক্ষ্যে প্রতিশোধমূলক হামলাগুলো চালানো হয়েছে তারমধ্যে খারকিভের একটি পানি শোধনাগার ও তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আর এর ফলে ব্যাপক এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।


রোববার রাতে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটারে লিখেছেন, “কোনো সামরিক স্থাপনায় নয়, এর লক্ষ্য হল লোকজনকে আলো ও তাপ থেকে বঞ্চিত করা।”


ইউক্রেইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রিজেট বিঙ্কও হামলার নিন্দা জানিয়েছেন।


এক টুইটে তিনি লিখেছেন, “পূর্বে ইউক্রেইনের শহর ও গ্রাম মুক্ত করার ক্ষেত্রে রাশিয়ার আপাত প্রতিক্রিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র পাঠানো।”


তাদের বাহিনীগুলো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যের ওপর হামলা চালিয়েছে, এমন অভিযোগ মস্কো প্রত্যাখ্যান করেছে; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us