You have reached your daily news limit

Please log in to continue


ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে কোনো পরীক্ষা নিরীক্ষা হবে না

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। যদিও এ বিশ্বকাপ খেলার আগে ৭ অক্টোবর থেকে টাইগারদের রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় এই সিরিজকে সামনে রেখে দুই একদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিবি। তবে দল ঘোষণার আগে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলছেন আসন্ন ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে সাকিব আল হাসানদের দলে পরীক্ষা নিরীক্ষার জন্য হবে না।  

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচক সুমন স্পষ্ট করে বলেছেন ত্রিদেশীয় সিরিজে কোন পরীক্ষা নিরীক্ষার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিকেটারাই থাকবেন নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজে।

এনিয়ে জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে কোনো পরীক্ষা-নিরীক্ষার টুর্নামেন্ট হবে না। যেহেতু বিশ্বকাপের কাছাকাছি সময়ে, তাই বিশ্বকাপের সম্ভাব্য সেরা দলটাই সেখানে খেলবে। অবশ্যই এশিয়া কাপটা বিশ্বকাপের একটা প্রস্তুতি ছিল। তবে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজই শেষ টুর্নামেন্ট। সেখানে আসলে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো বিষয় নেই। বিশ্বকাপে যারা খেলতে যাবে সেখানে তাদেরকেই দলে রাখা হবে।’

বিশ্বকাপে দলের ওপেনিং পজিশনে খেলার জন্য কয়েকজন ক্রিকেটারের নামই রয়েছেন নির্বাচকদের তালিকায়। যারা আগেও জাতীয় দলের হয়ে ওপেনিংয়ে খেলেছেন। তবে সেসব সিদ্ধান্ত একটু ভেবে চিন্তেই নিতে চান নির্বাচকরা এমনটাই জানালেন বিসিবির অন্যতম নির্বাচক সুমন।

হাবিবুল বাশার বলেন, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি, শুধু একজন নিয়ে ভাবছি না। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট আমরা সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তেই নিতে চাই। কারণ ওই একটা পজিশনে আমরা কাউকে সেটেলড করতে পারছি না, টি-টোয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাইও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন