মালিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক শাখার সদস্যদের হামলায় প্রায় ৩০ বেসামরিক নিহত হয়েছে বলে দেশটির সরকারপন্থি মিলিশিয়াদের একটি জোট জানিয়েছে।
শুক্রবার রাতে তারা জানিয়েছে, চলতি সপ্তাহে বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্ত সংলগ্ন মালির একটি সহিংসতা কবলিত শহরে হামলাটি হয়।
প্লাটফর্ম নামে পরিচিত ওই জোট বলেছে, মঙ্গলবার গাও অঞ্চলের তালাতায়ে শহরের কাছে তাদের যোদ্ধাদের ওপর হামলা চালায় এবং তাদের পিছু হটতে বাধ্য করে।
এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গি ও মিলিশিয়াদের মধ্যে সহিংসতার একটি উত্তপ্ত ক্ষেত্র হয়ে আছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে প্লাটফর্ম বলেছে, জঙ্গিরা স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালানোর পাশাপাশি দোকানপাট লুট করে ও খাদ্য মজুতে আগুন ধরিয়ে দেয়, এ সময় তাদের তিন যোদ্ধাও নিহত হয়।