এশিয়া কাপের এবারের আসরের পর্দা নামতে চলেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার লড়াই দিয়ে। আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের মধ্য দিয়ে এশিয়ার ক্রিকেট পেতে যাচ্ছে তাদের নতুন রাজা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই দলের মধ্যকার এই ম্যাচ। একটা মজার কথা না বললেই নয়, দুই ফাইনাল খেলা দুটো দলই তাদের এই আসরের যাত্রা শুরু করেছিলো হারের মধ্য দিয়ে। শ্রীলঙ্কা যেখানে নাস্তানাবুদ হয়েছিলো আফগানিস্তানের বিপক্ষে সেখানে পাকিস্তানের প্রতিপক্ষ ছিলো ভারত। তবে টুর্নামেন্টের বাকি সময়টা শক্ত হাতেই সামলেছে দুই দল, এই ফাইনাল তারই ফলাফল।
তাহলে চলুন দু’দলের এই টুর্নামেন্টের পরিসংখ্যান দেখে আসি :
- শ্রীলঙ্কা-পাকিস্তান উভয় দলই ম্যাচ খেলেছে ৫টি করে।
- শ্রীলঙ্কা জিতছে ৪টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ৩টি। শ্রীলঙ্কার জয়ের হার ৮০ শতাংশ, পাকিস্তানের ৬০ শতাংশ।
- শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি রান নিশাঙ্কার ১৬৫, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান রিজওয়ানের ২২৬।
- শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি উইকেট হাসারাঙা এবং মধুশাঙ্কার ৬টি, পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট নওয়াজের ৮টি।