পাকিস্তানিদের সঙ্গে মারামারি, ৩৯১ আফগান সমর্থক গ্রেপ্তার

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৪

বুধবার এশিয়া কাপের সুপার ফোরের শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে উল্লাসে মাতে পাকিস্তান শিবির। হতবাক আফগানরা যেন তা মেনে নিতে পারেনি। তাইতো শারজার গ্যালারিতে তারা মেতে ওঠে চেয়ার ছোড়াছুড়িতে। পাকিস্তানি দর্শকদের ওপর চড়াও হয়েছিল আফগানরা।


কয়েকজনকে চেয়ার দিয়ে বাড়ি দিতেও দেখা যায়। সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। গ্যালারিতে ভাংচুর ও পাকিস্তানিদের ওপর হামলার দায়ে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেপ্তার করেছে আরব আমিরাত পুলিশ।


ওই আফগান সমর্থকদের তিন হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৭৭ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে স্টেডিয়ামের ক্ষতিসাধন করায় ৯৭ জন আফগানকে, পাকিস্তানের সঙ্গে মারামারির ঘটনায় আরব আমিরাতের বিভিন্ন অংশ থেকে আরও ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে এ ঘটনায় ৩৯১ জন দর্শককে গ্রেফতার করা হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us