কুমিল্লায় নৌকার মাঝি হতে মরিয়া ১৫ প্রার্থী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪

তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। দিন যত ঘনিয়ে আসছে মনোনয়ন লড়াই তত জমে উঠছে। এরই মধ্যে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। তবে এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ অন্য কোনো দলের নেতাদের তৎপরতা দেখা যায়নি। মনোনয়নপ্রত্যাশীদের ভাষ্য, বর্তমান সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে। আসন্ন এ নির্বাচনে যেসব জনপ্রতিনিধি ভোটার, তাদের প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন। যে কারণে দলীয় সমর্থন পেলে এবং বিদ্রোহী প্রার্থী না থাকলে বিজয় নিশ্চিত। তবে নির্বাচনের আগে দলীয় টিকিট পাওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ছিল দলীয় ফরম সংগ্রহের শেষ দিন।


এ পর্যন্ত আওয়ামী লীগের মোট ১৫ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) আবু তাহের, সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের ঊর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ মো. ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান বাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান, শহর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠক নাজমুল আহসান পাখি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এবিএম খোরশেদ আলম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ। গত ২৩ অগাস্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কুমিল্লাজুড়ে আলোচনা শুরু হয় কে পাচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন।


তবে এ নির্বাচনে বিএনপিসহ অন্য কোনো দলের প্রার্থীদের তৎপরতা না থানায় সরকারদলীয় প্রার্থীর সংখ্যা অন্যান্যবারের তুলনায় এবার বেশি। দলীয় সমর্থন পেতে সম্ভাব্য সব প্রার্থীই এখন কেন্দ্রমুখী। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে ওমর ফারুককে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us