You have reached your daily news limit

Please log in to continue


‘অভিশপ্ত সোনাইছড়া’ এখন কৃষকদের জন্য ‘আশীর্বাদ’

পাঁচ বছর আগেও বর্ষাকালে পাহাড়ি ঢলে পূর্ব পোলমোগরাসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হতো। কৃষকদের ফসলের ক্ষতির পাশাপাশি পুকুরের মাছও ভেসে যেতো ঢলে। এতে ক্ষতির সম্মুখীন হয়েছেন শত শত কৃষক। বর্ষাকাল এলে তারা দুশ্চিন্তায় থাকতেন। একটি সেচ প্রকল্প তাদের দুশ্চিন্তা থেকে দিয়েছে মুক্তি। বদলে গেছে এখানকার মানুষের ভাগ্য। অভিশপ্ত সোনাইছড়া এখন কৃষকদের জন্য আশীর্বাদ। চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের সোনাইছড়া পানি প্রকল্পের সেচ সুবিধায় প্রায় ১০০ হেক্টর কৃষিজমিতে রবি শস্য চাষ ও ২৫ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে।

প্রকল্পে ৩০ ফুট গভীরের প্রায় ১০ একরের একটি লেক রয়েছে। যেখানে বর্ষাকালে পানি ধরে রাখা হয়। পরে শুষ্ক মৌসুমে চাষাবাদ করার জন্য ওই পানি ছাড়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালে উপজেলার ১২ নম্বর খৈইয়াছড়া ইউনিয়নের ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সাড়ে ছয়শ কৃষককে নিয়ে সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড গঠিত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন