প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রতিমন্ত্রী কেন?

বাংলা ট্রিবিউন রেজোয়ান হক প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দফায় ভারত সফরে যেতে না যেতেই বিতর্ক শুরু হয়, বিমানবন্দরে তাঁকে সে দেশের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী কেন অভ্যর্থনা জানালেন, প্রধানমন্ত্রী মোদি কেন নয়, যেমনটা আমরা করি। একজন সংবাদকর্মী হিসেবে কৌতূহল থেকে খোঁজ নিয়ে জানলাম, এর আগেরবার ২০১৯ সালে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ও মোদি যাননি, সেবার বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া শেষবার ২০০৬ সালে ভারত সফরে গেলে তাকেও একজন প্রতিমন্ত্রীই স্বাগত জানিয়েছিলেন। তবে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিস্তারিত পরে বলছি।


সরকারি সফরে আসা অতিথিকে অভ্যর্থনা জানানোর প্রোটোকল ব্যবস্থা একেক দেশে একেক রকম। বাংলাদেশে রীতি হচ্ছে, সমপদমর্যাদার কোনও ব্যক্তি বিমানবন্দরে অতিথিকে অভ্যর্থনা জানান। কিন্তু ভারতের রীতি হচ্ছে কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান সে দেশে পৌঁছালে তাকে বিমানবন্দরে স্বাগত জানান একজন প্রতিমন্ত্রী। অতিথিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে। অতিথি সেখানে পৌঁছালে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us