‘বেয়াদব’ আফগানদের আচরণ শিখতে বললেন শোয়েব

প্রথম আলো প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৬:০৫

লম্বা দৌড় শেষে যেভাবে তেড়েফুঁড়ে এসে বলটি করতেন, গতি দেখে অনেকেরই মনে হতো, বল নয়, আগুনের গোলা ছুড়ে মারছেন তিনি। ক্রিকেট মাঠে অসংখ্যবার ব্যাটসম্যানের দিকে বলের গোলা ছুড়ে মারা শোয়েব আখতার এবার কথার গোলা ছুড়লেন আফগানদের দিকে।


গতকাল বুধবার রাতে শারজায় পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে আফগান ক্রিকেটারদের আচরণ এবং খেলা শেষে গ্যালারিতে তাদের সমর্থকদের ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার এতেই ক্ষান্ত হননি, কথা-কাটাকাটিতে জড়িয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহীর সঙ্গে।


সুপার ফোরে গতকাল পাকিস্তান-আফগানিস্তান ম্যাচটিতে মাঠে উত্তেজনা সৃষ্টি হয় ১৯তম ওভারে। পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলীকে আউট করার পর আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন।


ঝামেলা খুব বেশি দূর গড়ায়নি আম্পায়ার ও আফগানিস্তানের অন্য খেলোয়াড়রা এসে হস্তক্ষেপ করায়। তবে মাঠের ঝামেলা সেখানেই থেমে গেলেও গ্যালারিতে ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় দুই দলের সমর্থকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us