গ্যালারির চেয়ার তুলে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা আফগানদের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯

দ্বন্দ্বের শুরুটা হয়েছিল মাঠেই। পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করে আফগান পেসার ফরিদ আহমেদ কিছু একটা বলেছিলেন। মেজাজ হারিয়ে আসিফ ব্যাট দিয়ে মারতে যান ফরিদকে। কোনোমতে তাদের সামলান সতীর্থরা।


উত্তেজনার সেই রেশ শুধু বাইশ গজে নয়, ছড়িয়ে পড়লো গ্যালারিতেও। রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে শেষ মুহূর্তে নাটকীয় হার মেনে নিতে পারেননি আফগান সমর্থকরা। মাঠেই চেয়ার উপড়ে পাকিস্তানি সমর্থকদের ওপর হামলা করেন তারা।


এশিয়া কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছিল পাকিস্তান আর আফগানিস্তানের লড়াইটি। যে ম্যাচে আফগানরা জিতলে তারা তো টিকে থাকতোই, ফাইনালে উঠার লড়াই জমে উঠতো চার দলের মধ্যেই।


এমন এক হাইভোল্টেজ ম্যাচ উত্তেজনা ছড়াবে না, তা কী হয়! উত্তেজনা ছড়ালো বৈকি! তবে এতই বেশি, যা নিয়ে এখন দুই দেশের ক্রিকেট সমর্থকদের সম্পর্ক হয়ে গেলো সাপে-নেউলে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রশিদ খানরা ম্যাচ হারার পর স্টেডিয়ামের মধ্যেই পাকিস্তানি সমর্থকদের ওপর আক্রমণ করে বসেন আফগানিস্তানের সমর্থকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us