জিতলেই ফাইনালে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে আজ পাকিস্তান মুখোমুখি আফগানিস্তানের। হারলেও সুযোগটা থাকবে, সেক্ষেত্রে জিততে হবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। সেক্ষেত্রে ভারত-আফগানিস্তান ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকাসহ মেলাতে হবে আরও কিছু সমীকরণও।
তবে পাকিস্তান নিশ্চিতভাবেই সেইসব সমীকরণ মেলাতে চাইবে না শেষ দিনে। আজ আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়েই নিশ্চিত করে ফেলতে চাইবে এশিয়া কাপ ফাইনাল।
আবার আফগানিস্তানের দিক থেকে দেখলে ফাইনাল খেলার আশা টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে তাদের। এটি জেতার পর নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে ফাইনালের সমীকরণে ঢুকে যাবে তারাও।
দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিয়েছে পাক অধিনায়ক বাবর আজমের। টস জিতেছেন তিনি। মোহাম্মদ নবীর আফগানিস্তানকে তিনি পাঠিয়েছেন ব্যাটিংয়ে।
টস জিতে পাক অধিনায়ক বাবর জানালেন পরে ব্যাট করে বাড়তি সুবিধাটা লুফে নেওয়ার ইচ্ছা। বললেন, ‘আমাদের মনে হচ্ছে ম্যাচের শেষ দিকে কিছুটা শিশির পড়বে, আর তাই পরে ব্যাট করাটাই ভালো হবে। আমাদের ক্যাম্পের মানসিকতাটা দারুণ, মোমেন্টামটা ধরে রাখতে চাই আমরা।’