নতুন গেম কোম্পানি কিনছে সনি

সমকাল প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০:০২

বার্লিন ও হেলসিঙ্কিভিত্তিক মোবাইল গেম নির্মাতা 'স্যাভাজ গেম স্টুডিও' কেনার ঘোষণা দিয়েছে সনি। কনসোল গেমিং ছাড়াও গেমিং খাতে নিজস্ব অবস্থান তৈরির অংশ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে জাপানের এই ইলেকট্রনিক জায়ান্ট। গত সোমবার নতুন এই কোম্পানি কেনার ঘোষণায় আর্থিক লেনদেন নিয়ে কোনো তথ্য উল্লেখ করেনি সনি। এ বছরের মে মাসে প্লেস্টেশন ৫ কনসোলের পাশাপাশি মোবাইল ও পিসিতে নতুন গেম প্রকাশের মাধ্যমে নিজস্ব গেমিং অভিজ্ঞতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন সনির গেমিং প্রধান জিম রায়ান। মোবাইল ফোনের জন্য একটি লাইভ সেবাভিত্তিক অ্যাকশন গেম নির্মাণ করছে দুই বছর আগে প্রতিষ্ঠিত হওয়া স্যাভাজ গেম স্টুডিও। এটি প্লেস্টেশন স্টুডিওর মোবাইল বিভাগের অংশ হবে বলে এক বিবৃতিতে বলেছে সনি।


গেমিং খাতে গ্রাহকরা যেন তুলনামূলক বেশি খরচ করে এবং অন্যান্য প্ল্যাটফর্মেও নিজস্ব গেম সেবা ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সনি। এ ছাড়া, প্রযুক্তিগত পরিবর্তন সমর্থনে আকারে বড় হার্ডওয়্যারের সঙ্গে 'সম্পর্ক ছিন্নের' বিষয়টিকেও এর কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। 'প্লেস্টেশন স্টুডিওসকে অবশ্যই আমাদের সেবা বিস্তৃত ও বৈচিত্র্যময় করার কাজ চালিয়ে যেতে হবে ও ভালো মানের নতুন গেম পৌঁছে দিতে হবে আরও বেশি গ্রাহকের হাতে।' বলেছেন পেল্গস্টেশন স্টুডিওর প্রধান হার্মেন হালস্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us