খুসখুসে কাশি-গলাব্যথা সারাবে আদার চকলেট, জানুন রেসিপি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৬

আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বিভিন্ন সংক্রমণ ও প্রদাহ থেকে মুক্তি দেয়। ঠান্ডাজনিত সমস্যায় সর্দি, খুসখুসে কাশি ও গলা ব্যাথার সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে আদা।


যারা কাঁচা আদা খেতে পারেন না, তারা চাইলে তৈরি করতে পারেন আদার চকলেট। এটি খেতেও যেমন সুস্বাদু, তেমনিই এর কার্যকারিতাও অনেক। খুসখুসে কাশি থেকে গলা ব্যথা সবই সারাতে পারবেন আদার চকলেট খেয়ে। জেনে নিন রেসিপি-


উপকরণ


১. আস্ত আদা বড় ৪ পিস২. গুড় বা চিনি আধা কাপ ও৩. ঘি ২ টেবিল চামচ পদ্ধতি আদা ভালো করে ধুয়ে নিন, খোসা ছাড়ানোর দরকার নেই। এরপর চুলায় আগুনের উপর রেখে পুড়িয়ে নিন আদাগুলো। আদার খোসাটা পুড়ে গেলেই চুলা থেকে নামিয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে ব্লেন্ড করা আদা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us