‘বিএনপি ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফরকে সবাই ইতিবাচক দেখছেন’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ভারত থেকে যা এসেছে, সব আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। প্রধানমন্ত্রীর ভারত সফরকে সবাই ইতিবাচক দেখছে, শুধু বিএনপি ছাড়া।


বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।


কামরুল বলেন, বিএনপির জন্মই হত্যা-ষড়যন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধুকে হত্যার পর ক্যান্টনমেন্টে বসে খুনি জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছিল আইএস-এর প্রেসক্রিপশন অনুযায়ী। তিনি বলেন, আমাদের প্রিয়নেত্রী ভারতে গিয়েছেন। তারা (বিএনপি) বলছে, আমরা কিছু আদায় করতে পারি নাই। ভারত থেকে যা কিছু আদায় হয়েছে, তা আওয়ামী লীগের হাত ধরেই। আন্তর্জাতিক মহলসহ সবাই শেখ হাসিনার ভারত সফরকে ইতিবাচকভাবে দেখছে। শুধু বিএনপিই তা পারছে না মন্তব্য করেন সাবেক এই খাদ্যমন্ত্রী। ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ভারতের সঙ্গে আমাদের দেওয়া-নেওয়ার কোনো বিষয় নাই। আওয়ামী লীগ দেশের স্বার্থ বিসর্জন দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us