বাঙালির প্রজাতি বিচ্ছিন্নতা

দেশ রূপান্তর হরিপদ দত্ত প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১

নোয়াম চমস্কি দেখিয়েছেন ভাষা বিচ্ছিন্ন হয়ে কী করে নতুন ভাষা-প্রজাতির উদ্ভব ঘটায়। চার্লস ডারউইনও তাই। প্রাণ-প্রজাতি কী করে বিচ্ছিন্নতার ভেতর নব-নতুন প্রজাতির সৃষ্টি করে, তার প্রমাণ করেছেন তিনি। মানব প্রাণীর গোত্র, বর্ণবিভেদও তাই। সবকিছুকে উসকে দেয় বিচ্ছিন্নতা। আটপৌরে দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। ধরুন আপনার কন্যাটি ২০/২৫ বছর পর আপনার ঘর ছেড়ে স্বামীর ঘরে চলে গেল। কেন না সারা বিশ্বের মেয়েদের নিজস্ব বাড়িঘর থাকে না, জন্মসূত্রে ওরা মানবসমাজের আদিম উদ্বাস্তু প্রজাতি। এদের গৃহান্তর ঘটে। বাবারবাড়ি। শ্বশুর বা স্বামীর বাড়ি। পুত্রসন্তানের বাড়ি। আমৃত্যু এই ত্রিভুবনেই ওরা বিরাজমান। তো বাবা হিসেবে আপনি স্বামী গৃহযাত্রী কন্যাকে নিয়ে রবীন্দ্রনাথের ‘কাবুলিওয়ালা’ গল্পের মিনির বাবার মতো সজল চোখে উৎকণ্ঠিত থাকবেন। অন্য দশটা-পাঁচটা বাবার মতো ভাবতে শিখবেন কন্যা শ্বশুরবাড়ি ‘মানিয়ে নেবে’, ‘সব সয়ে যাবে’, ‘শ্বশুরবাড়ির সবাইকে ‘আপন’ করে নিতে শিখবে’। কিন্তু জন্ম-মাটি, পিতা-মাতা-ভাই-বোন, পড়শি-সাথী, স্মৃতিময় পিতৃগৃহ কি চাপা পড়ে যায় সামাজিক অনুশাসনে? পুরুষতান্ত্রিকতার শেকলে?


আসলে এটি এক সামাজিক গভীর বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা বাবা-মায়ের সংসার থেকে ছিটকে পড়া বিবাহের শেকলে বাঁধা মেয়েটির মনোলোকে যে দ্বন্দ্ব-সংঘাত তৈরি হয় তার সঙ্গে যুক্ত হয় নয়া এক দুনিয়া। যৌন জীবন আর প্রজনন জীবন। অসংখ্য এই দ্বন্দ্ব নারীর শরীরে, জীবনে, চিন্তায় অভিনতুন এক বিবর্তন ক্রিয়ার জন্ম দেয়। স্বামী গৃহের নারীটি পূর্বের পিতৃগৃহের নারী থাকে না। সে বদলে যায়, নতুন প্রজাতি বিবর্তন ঘটে তার ভেতর। পিতৃগৃহের ‘বালিকা নারী’ হারানো সেই চেতনায় কোনো দিন আর ফিরতে পারে না। ভাগ্যচক্রে যদি সে তালাক নিয়ে কিংবা বিধবা হয়ে তার জন্মভিটেয় ফিরেও আসে। সে তখন পিতৃগৃহে নতুন প্রজাতির নারী মাত্র। প্রজাতি বিচ্ছিন্নতা জটিল এক অভিক্রিয়া। আমরা মানব প্রজাতির উদ্ভব আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ইতিহাসের দুয়ারে হানা দিতে পারি। অবশ্যই উঠে আসবে ‘মানিয়ে নেওয়া’ আর নিজেকে নিজের থেকে বিচ্ছিন্ন করে বদলে ফেলতে বাধ্য হওয়ার মতো। পূর্বের দৃষ্টান্তটি আরও তলদেশের গভীরে ঢুকে যাবে ধর্মের পেষণে পড়ে। নারীটি যদি পুরুষতান্ত্রিক সমাজে বিধর্মী পুরুষের ঘরে ‘স্ত্রী’ হয়ে আসে তখন পুরুষের ধর্মের পেষণে লণ্ডভণ্ড হয়ে যায় তার জন্মগত ধর্ম। সে আত্মসমর্পিত হয়, নিজেকে আগাপাস্তলা পাল্টে নিতে বাধ্য হয়। পরিবর্তন ঘটে তার নিজস্বতার, শক্তিশালী

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us