পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

পিরোজপুরে স্ত্রী হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. আনোয়ার হোসেন ফরাজী (৪৮) নামের একজনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহা. মুহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ সময় ফরাজী আদালতে উপস্থিত ছিলেন। তিনি মঠবাড়িয়া উপজেলার মেনাজ উদ্দিন ফরাজীর ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মোসা. তসলিমা বেগমের (৩০) সঙ্গে মঠবাড়িয়া উপজেলার মো. আনোয়ার হোসেনের বিয়ে হয়। বিয়ের পরে আনোয়ার হোসেন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির পাশে আবাসন প্রকল্পে বসবাস শুরু করেন। তাদের পরিবারে এক ছেলে ও এক মেয়ে জন্ম নেয়। কিন্তু বিয়ের পর থেকেই নানা কারণে তসলিমার ওপর বিভিন্নভাবে নির্যাতন করেন আনোয়ার। ২০১৪ সালের ২৩ ডিসেম্বর শ্বশুরের কাছ থেকে চাল কিনেন আনোয়ার। এরপর ওই চাল কম দেওয়ার অভিযোগে তসলিমাকে মারধর করেন তিনি। খবর পেয়ে তসলিমার বাবা মান্নান হাওলাদার স্থানীয় লোকজন নিয়ে ওই বাড়ি গিয়ে মেয়ের চিকিৎসা করাতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us