ঠোঁটের রং বলে দেবে শরীরে কোনো মারাত্মক রোগ বাসা বেধেছে কিনা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯

ত্বক এবং চুলের যত্নের প্রতি আমরা বেশ সচেতন থাকলেও ঠোঁটের প্রতি অবহেলার অন্ত নেই। তাই ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও মাথাব্যথা নেই অনেকের। কিন্তু জানেন কি, এর পিছনে লুকিয়ে থাকতে পারে কোনো বড় বিপদ?


অনেকের ধারণা, ঠোঁট কালো হয়ে যাওয়ার পিছনে ধূমপানই মূল কারণ। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। এ বিষয়ে সতর্ক আর কয়জনই বা হয়ে থাকেন! কিন্তু এই একটাই কারণে নয়, ঠোঁটে কর্কট রোগ বাসা বাঁধলেও কিন্তু রং পাল্টে যেতে পারে।


কেন ঠোঁটে ক্যান্সার হয়?


ঠোঁটের ক্যান্সারের জন্য প্রধানত দায়ী সূর্যের অতিবেগুনি রশ্মির বিকিরণ। যারা ঘরের বাইরে কাজ করে, তারা এর শিকার বেশি হয় ও তাদের ঠোঁটের ক্যান্সারের আশঙ্কা বেড়ে যায়। তা ছাড়া, তামাক ও মদের আসক্তি থাকলেও এই প্রকার ক্যান্সারের ঝুঁকি বাড়ে।


কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?


১) ঠোঁটে কালশিটে, লাল দাগ, ক্ষত, ফোস্কা ও ফোলা ভাব যদি দীর্ঘ দিনেও না কমে।


২) ঠোঁটে লাল, সাদা দাগ বা প্রলেপ।


৩) ঠোঁটে রক্তপাত বা ব্যথা।


৪) চোয়াল ফুলে যাওয়া।


৫) দাঁতে অনবরত ব্যথা।


৬) চোয়াল ফোলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us