জিডিপিতে উবারের অবদান সাত হাজার কোটি টাকা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০

দেশের অর্থনীতিতে গত বছর সাত হাজার কোটি টাকার অবদান রেখেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ০.২৫ শতাংশ। গতকাল রবিবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ কথা জানিয়েছে উবার।


রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘দি ইমপ্যাক্ট অব উবার ইন বাংলাদেশ’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যুক্তরাজ্যভিত্তিক নীতি গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট গবেষণা প্রতিবেদন তৈরি করে।


প্রতিবেদনে দাবি করা হয়, গত বছর উবারের মাধ্যমে দেশের অর্থনীতিতে সরাসরি যুক্ত হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা, যা যাত্রীর কাছ থেকে চালকরা হাতে বুঝে পেয়েছেন। বাকি টাকার হিসাব করা হয়েছে, কর্মঘণ্টা সাশ্রয়, যাত্রীসেবার মান বৃদ্ধি ও চালকের স্বাস্থ্যের মান বিবেচনা করে।


যদিও গবেষণায় উঠে আসা টাকার অঙ্ককে অতিরঞ্জিত বলে মনে করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। তিনি বলেন, উবার বলছে তারা এখনো লাভজনক প্রতিষ্ঠান নয়। তাদের এজাতীয় টাকার অঙ্ক কিছুটা অতিরঞ্জিত মনে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us