রংপুরে দুই বাসে সংঘর্ষ : মৃত্যু বেড়ে ৯

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৪

রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং চারজন রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চার জনের লাশ হাসপাতালে আছে। চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


এর আগে রবিবার রাত ১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। এতে আহত হয় অর্ধশতাধিক বাসযাত্রী। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে ফায়ার সার্ভিস।


তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ কালের কণ্ঠকে বলেন, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজন এবং রামেকে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজন মারা গেছেন। মৃতদের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। অন্যদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


স্থানীয় সংবাদকর্মী দেলোয়ার হোসেন জানান, রাত ১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সঙ্গে ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে ঝরল দুই জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | চট্টগ্রাম মেট্রোপলিটন
১ সপ্তাহ, ৬ দিন আগে

সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ

বিডি নিউজ ২৪ | সাতক্ষীরা সদর
২ সপ্তাহ, ১ দিন আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us