দুটো মানুষ একসঙ্গে থাকলে ঝগড়াঝাঁটি হবে-এটাই স্বাভাবিক। সম্পর্ক টিকিয়ে রাখার মুলমন্ত্র হলো মানিয়ে নেওয়া। প্রেম হোক, বিবাহিত দাম্পত্যজীবন হোক, কমবেশি সবাই মানিয়ে নিতে শিখে যান।
তবে মানিয়ে নেওয়ার পরেও সুখী সম্পর্ক ধরে রাখতে কিছু ব্যাপার মেনে চলা জরুরি। যেমন-
দায়বদ্ধতা : সম্পর্কের প্রথমদিনগুলোতেই পরস্পরের কাছ থেকে দায়বদ্ধতা বা প্রতিশ্রুতিবদ্ধতার আশা করাটা বাড়াবাড়ি। কিন্তু সেই সদিচ্ছাটা থাকা জরুরি, যাতে অন্তত এটুকু বোঝা যায় যে আপনারা জীবনের বাকি পথটা একসঙ্গে হাঁটার জন্য চেষ্টা করতে রাজি।
স্নেহ-ভালোবাসা : ভালোবাসা শুধু শারীরিকই নয়, মানসিকও। যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুটিরই ভূমিকা অনস্বীকার্য। হাতে হাত রাখা, ছোট্ট মেসেজ, এ সবই কিন্তু ভীষণ জরুরি।
নিজেকে প্রকাশ করা : সব সময় হয়তো কথা বলতে ভালো লাগে না। বিশেষ করে প্রচণ্ড মানসিক চাপে থাকলে এ সমস্যা আরও বেশি হয়। কিন্তু নিজেকে সঙ্গীর কাছ থেকে একেবারে গুটিয়ে রাখবেন না। আপনার অসুবিধের জায়গাটা অন্তত তাকে বুঝতে দিন।
সততা : যে কোনও সম্পর্কেই সততার মূল্য অপরিসীম, প্রেমের সম্পর্কে তো বটেই! সততা আর পারস্পরিক বিশ্বাসই সম্পর্ককে সতেজ রাখতে সাহায্য করে।
অগ্রাধিকার : সবার জীবনেই কিছু না কিছু অগ্রাধিকার থাকে যা আমরা অন্য সব কিছুর থেকে এগিয়ে রাখি। আপনাদের সম্পর্কটা দু’জনের কাছেই যদি সেই রকম অগ্রাধিকারের বিষয় না হয়, তা হলে সমস্যা হবেই।