আগে শ্রীরামের বিশেষ ক্যাম্প, তারপর দল ঘোষণা

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:০১

শেষ হলো এশিয়া কাপে বাংলাদেশের মিশন। আফগানিস্তান ও শ্রীলংকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে দেশে চলে এসেছে সাকিব বাহিনী। এখন টি-২০ বিশ্বকাপ মিশনকে সামনে রেখে প্রস্তুতির পালা। আয়োজক অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এরইমধ্যে তাদের দল ঘোষণা করেছে। 


বাংলাদেশ কবে দল ঘোষণা করবে তা নিয়েই এখন সকল জল্পনা-কল্পনা। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী, ১৫ সেপ্টেম্বরের মধ্যেই দল ঘোষণা করতে হবে।  জানা গেল, এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরণ শ্রীরাম ক্রিকেটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করতে চেয়েছেন। বিসিবি থেকেও তাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। 


আগামী ১১ সেপ্টেম্বর শ্রীরাম ঢাকা পৌঁছবেন। এরপর ১২ থেকে ১৪ সেপ্টেম্বর মিরপুরে তিনদিনের বিশেষ ক্যাম্প করাবেন তিনি। যেখানে শুধু জাতীয় দলের খেলোয়াড় নয়, বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ধরে নিয়েছিল, এশিয়া কাপে সুপার ফোরে খেলতে পারবে। সেই ম্যাচগুলো দিয়ে খেলোয়াড় পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে টিম ম্যানজেমেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us