টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মেয়ের মৃত্যু, ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বাবার

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২

মেয়ে করোনার কোভিশিল্ড টিকা নেয়ার পর মারা গিয়েছে, ক্ষতিপূরণ হিসাবে এক হাজার কোটি রুপি (প্রায় এক হাজার ২০০ কোটি টাকা) দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছে বাবা। এই মামলায় উত্তর চেয়ে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে নোটিস পাঠিয়েছে ভারতের মুম্বাই হাই কোর্ট।


দিলীপ লুনাওয়াত নামে আওরঙ্গাবাদের এক বাসিন্দা এসআইআই এবং বিল গেটসের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে এই মামলা করেছেন। দিলীপের দাবি, কোভিশিল্ড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেই মারা গিয়েছেন তার মেয়ে।


দিলীপের করা পিটিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়, ডিসিজিআই ভি জি সোমানি এবং এমস ডিরেক্টরেরও নাম রয়েছে। দিলীপ আদালতকে জানিয়েছেন, তার মেয়ে এক জন ডাক্তার ছিলেন এবং ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে শিক্ষকতা করতেন। তিনি জানান, তার মেয়ে যে ইনস্টিটিউটে পড়াতেন সেখানের সকল স্বাস্থ্যকর্মীকে টিকা নিতে বলা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us