গুইমারা-রামগড়ে ট্রাক পুড়িয়েছে দুর্বৃত্তরা

সমকাল প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৫

সন্ত্রাসীদের হামলায় গুইমারায় ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা নিহতের প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারা ও রামগড়ে ট্রাক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা দেড়টার দিকে একই সময়ে দুটি স্থানে অতর্কিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তারা।


পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারার বাইল্যাছড়ি ব্রিজের ওপর কলাবোঝাই ট্রাকে আগুন দেয়। একই সময় সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সড়ক করে। ফলে আধাঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।


এদিকে একই সময়ে জেলার জালিয়াপাড়া-রামগড় সড়কের দাতারাম পাড়া রাস্তার মাথা এলাকায় একদল পাহাড়ি যুবক পাথরবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনলেও ট্রাকের অধিকাংশই পুড়ে গেছে।


উল্লেখ্য, শুক্রবার সকালে জেলার গুইমারার দেওয়ানপাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) এর গুইমারা উপজেলা সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us