বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ নানা অপশক্তির আনাগোনা

আজকের পত্রিকা মমতাজউদ্দীন পাটোয়ারী প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৯

তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য মোটেও দেশীয় সংস্কৃতি, মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্য, পোশাক, ইত্যাদির প্রতি গভীর মমত্ববোধ থেকে নয়। বরং সহজেই অনুমেয় যাঁরা এই উদ্যোগটি নিয়েছিলেন, তাঁরা কয়েকটি উদ্দেশ্যে এই মানববন্ধনটি সংঘটিত করেছিলেন।


দেশের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো দু-একটি বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আপাতত শান্ত বলেই মনে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একজন নেতার হাতে সাধারণ একজন শিক্ষার্থীর নির্যাতন নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিবাদ ও মানববন্ধনের কর্মসূচি দেখা গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে পদ-পদবি নিয়ে বিশ্ববিদ্যালয় এক দিন বন্ধ রাখার ঘটনাও ঘটেছে। এ ধরনের অভ্যন্তরীণ, স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব-সংঘাতের কিছু বাড়াবাড়ি ছাড়া বিশ্ববিদ্যালয়গুলো বাহ্যত শান্ত, লেখাপড়া-পরীক্ষাও হচ্ছে। ছাত্রলীগ প্রায় সব বিশ্ববিদ্যালয়ে সক্রিয়। আশি-নব্বইয়ের দশকের মতো বিশ্ববিদ্যালয়গুলো এখন আর রণক্ষেত্রে পরিণত হয় না, বড় বড় ‘ভ্যাকেশনে’ বন্ধ হয়ে যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us