সমন্বয় হয়নি, আগের মতোই বাড়তি ভাড়া গণপরিবহনে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৭

জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এর প্রভাব পড়েনি সড়কে। বাস ভাড়া আছে আগের মতোই। বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নেয়। দূরপাল্লার গণপরিবহনে কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। একদিন পেরিয়ে গেলেও রাজধানীর অধিকাংশ রুটেই কোনো প্রভাব পড়তে দেখা যায়নি।


শুক্রবার (২ সেপ্টেম্বর) বাস চালকের সহকারী ও যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি সিদ্ধান্তে যাত্রীদের কোনো উপকারই হয়নি, বিশৃঙ্খলা বেড়েছে। মিরপুর সাড়ে এগারো অনিক প্লাজা থেকে আজিমপুর বাস স্ট্যান্ডের দুরত্ব ১৪ কিলোমিটার। যেখানে বি আরটিএ নির্ধারিত ভাড়া আসে ৩৪ টাকা ৩০ পয়সা। তবে এই গন্তব্যে ৩৮ টাকা ৩৫ টাকা ভাড়া নিচ্ছেন চালকের সহকারীরা। মিরপুর সুপার লিংকের চালকের সহকারী বাপ্পি জাগো নিউজকে বলেন, আজিমপুর রুটে কোনো ভাড়া কমেনি, ভাড়া কমবে কেন? আজিমপুর পর্যন্ত ভাড়া আসে ৩৮ টাকা। কিন্তু যাত্রীরা ৩৫ টাকা বা ৩৬ টাকা ভাড়া দিচ্ছেন।মিরপুর সুপার লিংক বাসটি মিরপুর ১২ থেকে রোকেয়া স্বরণি, ধানমণ্ডি ২৭ হয়ে আজিমপুরে যায়। মিরপুর ১১, ১২ থেকে যারা উঠে তারা ঠিক ভাড়া দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বাসভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমলো

ডেইলি স্টার | বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
২ বছর, ২ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us