জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে লাফিয়ে বেড়েছিল নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া। কিন্তু তেলের দাম কমার প্রভাব বাজারে নেই। ব্যবসায়ীরা বলছেন, দুই দফায় ডিজেলের দাম ৪৯ টাকা বাড়িয়ে মাত্র ৫ টাকা কমানোর সুফল সাধারণ মানুষ পাবে না। নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা নেই। তবে বাসের ভাড়া কমবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সচিব। ভাড়া নির্ধারণে আজ বুধবার বিকেলে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্ববাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে গত ৫ আগস্ট ডিজেলের দাম ৮০ থেকে বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৮৭ থেকে বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৮৯ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করে সরকার। গত নভেম্বরে ডিজেলের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয় একই যুক্তিতে।