You have reached your daily news limit

Please log in to continue


'চলন্ত শহর' আইএনএস বিক্রান্ত: ১৮তলা, ১৬০০ ক্রু

ভারতের নৌবাহিনীতে আজ শুক্রবার যুক্ত হচ্ছে তার নতুন বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত। এটি ভারতে এখন পর্যন্ত তৈরি বৃহত্তম যুদ্ধ জাহাজ। এটি নৌবাহিনীর দ্বিতীয় হলেও ভারতে তৈরি প্রথম রণতরী। ঘণ্টায় তিন হাজার চাপাতি (ঘরের বেলা রুটি) বানানোর মেশিন আছে এতে।

সেখানে থাকছে এক হাজার ৬০০ কর্মী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত আত্মনির্ভর ভারতের পথে এক বড় পদেক্ষপ এটি। আইএনএস বিক্রান্তের প্রধান অস্ত্র হবে রাশিয়ায় তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান। মিগ-২৯ যুদ্ধবিমানের একটি নৌ সংস্করণ কয়েক দশক ধরে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে কাজ করে আসছে। আইএনএস বিক্রান্ত ২৬২ মিটার লম্বা এবং ৬২ মিটার চওড়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন