You have reached your daily news limit

Please log in to continue


রিজার্ভে মুনাফা বেড়েছে ৯০৯%

চলতি বছরে বিশ্বজুড়ে মার্কিন ডলারের দাম ২০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৭৫ শতাংশ মার্কিন ডলারে বিনিয়োগ করেছে। বাকিটা রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর), ইউরো, পাউন্ড, চায়নিজ ইউয়ান ও কানাডিয়ান ডলারে। আবার স্বর্ণেও ভালো বিনিয়োগ রয়েছে।

অনেক মুদ্রার দরপতন হলেও ২০২১-২২ অর্থবছরে এসব বিনিয়োগ পুনর্মূল্যায়নে বড় মুনাফা দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক। আবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও ভালো মুনাফা হয়েছে। বৈদেশিক মুদ্রার পুনর্মূল্যায়নে অর্থবছরটিতে মোট ২৬ হাজার ২৯৯ কোটি টাকা মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক, যা আগের অর্থ বছরের চেয়ে ৯০৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রা পুনর্মূল্যায়নের মুনাফা ব্যাংকের মুনাফায় নেয় না।

তবে সরকার ঋণ কম নেওয়ায় দেশীয় মুদ্রা থেকে সুদ আয় কমেছে। ব্যাংক রেট কমানো ও করোনার কারণে কম সুদে ব্যাংকগুলোকে টাকা দেওয়ার কারণেও আয় কমেছে। ফলে বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে। গত অর্থবছরে দেশীয় মুদ্রা থেকে বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২ হাজার ৯৪৭ কোটি টাকা, যা এর আগের ২০২০-২১ অর্থবছরে ছিল ৩ হাজার ১৭২ কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন