চীনের চেংডু শহরে লকডাউন ঘোষণা

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৩

চীনের চেংডু শহরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে শহরটির ২ কোটি বাসিন্দাকে তাদের বাড়িতে থাকতে বলা হয়েছে।



দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানীতে সব বাসিন্দাকে সন্ধ্যা ৬টা থেকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে বলে সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পরিবারের সদস্যরা প্রতিদিন একবার কোভিড পরীক্ষার মাধ্যমে এক ব্যক্তিকে মুদি কেনাকাটার জন্য বাইরে পাঠাতে পারবে। চিকিৎসার জন্য যেতে হলে অনুমতি লাগবে।



সুপারমার্কেট, ফার্মেসি ও হাসপাতাল ছাড়া সব ব্যবসা বন্ধ রয়েছে। রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না, তবে খাবার আনা যাবে।



চীন বিশ্বের একমাত্র দেশ, যারা এখনো শূন্য-কোভিড ব্যবস্থা প্রয়োগে কঠোর লড়াই করে যাচ্ছে। তারা ডিজিটাল নজরদারি, গণপরীক্ষা, ব্যাপক কোয়ারেন্টাইন এবং স্ন্যাপ লকডাউনের ওপর নির্ভর করছে।


বিধিনিষেধগুলো দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করেছে এবং মন্থর অর্থনীতিতে একটি ভারী ধাক্কা দিয়েছে। জুলাই মাসে চীনে যুব বেকারত্ব রেকর্ড সংখ্যায় পৌঁছেছে, যেখানে প্রতি পাঁচজন যুবকের মধ্যে একজন কর্মহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us