You have reached your daily news limit

Please log in to continue


বাণিজ্যচুক্তিতে চীনের প্রতি কঠোর নীতিতে অটল থাকছেন ট্রাম্প

আব্দুর রাজ্জাক : চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধের অবসান প্রচেষ্টায় নতুন করে সংশয় তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে বেইজিংয়ের ওপর কঠোর নীতি থেকে সরে আসছেন না বলে তার উপদেষ্টারা জানিয়েছেন। এতে ওয়াশিংটনে চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের একটি প্রস্তুতি সভা বাতিল করার প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। রয়টার্সচীন যতক্ষণ না মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ অপহরণ বন্ধে কার্যকরি পদক্ষেপ না নেবে ততক্ষণ পর্যন্ত বাণিজ্যযুদ্ধ নিরসনে তাদের প্রতি শিথিলতা প্রদর্শন করা হচ্ছে না। যদিও অধিক পরিমাণ মার্কিন পণ্য আমদানির প্রতিশ্রুতিতে এ মাসের শেষের দিকে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা করতে চীনের ভাইস প্রেসিডেন্ট লুই হে যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে।লুই হে’র বৈঠকের আগে একটি প্রস্তুতি বৈঠক হওয়া কথা ছিলো যা ওয়াশিংটন বাতিল করেছে বলে গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরই কোনরকম প্রস্তুতি সভা বাতিল করা হয়নি এবং আসন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধি বৈঠকও কোন বাধা ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ওয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন