হাজার কোটি টাকায় বিক্রি হলো পেট্রোম্যাক্সের এলপিজি ব্যবসা

প্রথম আলো প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১

দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বাজারে বড় বিনিয়োগ নিয়ে এসেছে নেদারল্যান্ডস তথা ডাচ কোম্পানি পেট্রোম্যাক্স এনার্জি। এদেশীয় কোম্পানি পেট্রোম্যাক্স এলপিজি কিনে বাংলাদেশে এলপিজির বাজারে পা রাখছে ১২৫ বছরের পুরোনো ডাচ কোম্পানিটি। গত ২২ আগস্ট পেট্রোম্যাক্স এনার্জির হাতে মালিকানা তুলে দিয়েছে পেট্রোম্যাক্স কর্তৃপক্ষ। প্রায় ১০ কোটি ডলার বা প্রায় হাজার কোটি টাকায় এলপিজি ব্যবসার মালিকানা হাতবদল হয়েছে দুই কোম্পানির মধ্যে। সংশ্লিষ্ট একাধিক পক্ষের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮৯৬ সালে আটজন ডাচ কয়লা ব্যবসায়ী মিলে শুরু করে জ্বালানি খাতে এসএইচভির ব্যবসা। কোম্পানিটির এটিই প্রথম বাংলাদেশে বিনিয়োগ। এর মাধ্যমে কোম্পানিটি এ দেশের জ্বালানির খাতের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশে প্রথম হলেও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই এলপিজির বাজারে শীর্ষ পর্যায়ে রয়েছে ডাচ কোম্পানিটি। কোম্পানিটির ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এটির বার্ষিক বিক্রির পরিমাণ ছিল ২ হাজার কোটি ইউরো। প্রতি ইউরোর বিনিময়মূল্য ৯৫ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। বিশ্বের ৭৩টি দেশে কোম্পানিটির কার্যক্রম রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us