জামায়াত-বিএনপি দেশকে পিছিয়ে দিতে চায়: রেজাউল করিম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩

চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে যেখানে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন সেখানে এই অপশক্তি দেশকে পিছিয়ে দিতে চাচ্ছে।


বুধবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ‘স্বাধীনতা নারী শক্তি’র উদ্যোগে অনুষ্ঠিত বাঙালির জাতিসত্ত্বা ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের নীলনকশাকারী মীরজাফরদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য এম. এ. লতিফের সভাপতিত্বে স্বাধীনতা নারী শক্তির পরিচালক অধ্যাপক বিবি মরিয়ম ও মনিকা ভট্টচার্য্যের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us