ভেনিস চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরের পর্দা উঠছে আজ। এই আয়োজন সামনে রেখে নতুন করে সেজেছে ইতালির উত্তরের শহর ভেনিস। অবশেষে সাজ সাজ রবে বিশ্ব চলচ্চিত্রের রথী–মহারথীদের আগমনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। ১১ দিন চলবে এই উৎসব। উদ্বোধনী সিনেমা ‘হোয়াইট নয়েজ’ দিয়ে আজ উৎসব শুরু হচ্ছে। তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া নোয়া বামব্যাক তিন বছর পরে সিনেমাটি দিয়ে ফিরছেন। শুধু তিনিই নন, এবারের উৎসবে বিশ্ব বিখ্যাত পরিচালকদের ফেরা, উৎসবে প্রতিযোগিতা বিভাগের সিনেমা নির্বাচন, তারকাদের উপস্থিতি, নেটফ্লিক্সের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ নানা চমক রয়েছে।
প্রতিযোগিতা বিভাগে চমক
ভেনিস চলচ্চিত্র উৎসবের সিনেমার তালিকায় বিশ্ব চলচ্চিত্রবোদ্ধা, চলচ্চিত্রপ্রেমীদের আলাদা নজর থাকে। এর অন্যতম কারণ সিনেমা বাছাইয়ে আলাদা গুরুত্ব পায় সিনেমার ধরন, নির্মাণ ও বিভিন্ন উপমহাদেশকে যুক্ত করা। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়নের জন্য। ছয়টি মহাদেশের ১২টি দেশ থেকে অংশ নিচ্ছে সিনেমাগুলো। ‘হোয়াইট নয়েজ’ সিনেমায় উঠে এসেছে আমেরিকার সমাজে টিকে থাকার কঠিন বাস্তবতা; জাপানি সিনেমার ‘লাভ লাইভ’–এর গল্প সড়ক দুর্ঘটনার পর বাবা–ছেলের কঠিন সংগ্রাম ও অপরাধবোধ ঘিরেই নির্মিত হয়েছে।