পাকিস্তানের বন্যায় মৃত্যু হাজার ছাড়াল

সমকাল প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২, ২০:২৬

পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।



স্মরণকালের মধ্যে সবচেয়ে মারাত্মক এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির ৩ কোটি ৩৩ লাখ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভাষ্য দেশটির সরকারের। এই পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে।


এ বন্যার কারণে ইতোমধ্যে দেশজুড়ে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করছে পাকিস্তান সরকার।



দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।


দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বলছে, সর্বশেষ ১১৯ জনকে নিয়ে বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১০৩৩ জন; মৃতদের মধ্যে শিশুর সংখ্যা ৩৪৮। গত ২৪ ঘণ্টায় আহত ৭১ জনকে নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৭ জনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us