সুনামগঞ্জের তাহিরপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলার উওর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের শামীম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (২৪) ও উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া (ভাঙ্গারঘাট) গ্রামের সোহেল মিয়ার স্ত্রী খোর্শেদা খাতুন (১৯)।
রোববার তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুটি পৃথক ঘটনায় দুই নারীর লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলার বারহাল গ্রামের শামীম মিয়ার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা আক্তারকে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
প্রায় আড়াই বছর আগে উপজেলার কামড়াবন্দ গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে খাদিজাকে পারিবারিকভাবে পার্শ্ববর্তী বারহাল গ্রামের ফজু রহমানের ছেলে শামীম আহমদের সঙ্গে বিয়ে দেওয়া হয়।
নিহতের স্বামী শামীম আহমদ জানান, আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে জানি না।
দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
অপরদিকে উপজেলার বড়ছড়া (ভাঙ্গারঘাট) গ্রামের শ্রমিক লালু মিয়ার মেয়ে খোর্শেদা খাতুন বসতঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।