You have reached your daily news limit

Please log in to continue


জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গোলাবর্ষণে বিকিরণ ছড়িয়ে পড়ার শঙ্কা

ইউক্রেন এবং রাশিয়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে গোলাবর্ষণের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে। এ ঘটনায় কেন্দ্রের ইউক্রেনীয় অপারেটর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

শনিবার ইউক্রেন ও রাশিয়া গোলাবর্ষণের জন্য পরস্পরকে অভিযুক্ত করেছে। খবর গার্ডিয়ানের।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে জাপোরিঝিয়া প্লান্টটি মার্চের শুরু থেকে রাশিয়ান সেনাদের দখলে রয়েছে।

খবরে বলা হয়েছে, এনারগোদার শহরে অবস্থিত ইউরোপের বৃহত্তম এই প্লান্টের আশেপাশে রকেট হামলার জন্য কিয়েভ ও মস্কো বারবার একে অপরকে দোষারোপ করছে।

কেন্দ্রে ইউক্রেন অপারেটর এনারগোটম বলেছে, রাশিয়ান সেনারা শনিবার দিনব্যাপী ‘একের পর এক রকেট’ হামলা চালিয়েছে।

এনারগোটম এক টেলিগ্রামে বলেছে, ‘পর্যায়ক্রমিক গোলাগুলির ফলে, স্টেশনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, হাইড্রোজেন লিক হওয়ার ঝুঁকি রয়েছে এবং তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং আগুনের উচ্চ ঝুঁকি রয়েছে।’

সংস্থাটি বলেছে শনিবার (গ্রীনিচ মান সময় ৯টায়) মধ্যাহ্ন পর্যন্ত তারা প্লান্টটির ‘বিকিরণ এবং অগ্নি নিরাপত্তা মান লঙ্ঘনের ঝুঁকি নিয়ে কাজ করেছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য বলেছে, ইউক্রেনীয় বাহিনী ডিনিপ্রো নদীর ওপারের মার্গানেট শহর থেকে ‘পরমাণু কেন্দ্রের এলাকায় তিনবার গোলা বর্ষণ করেছে’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন