আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ লঙ্কানদের কাছে

আজকের পত্রিকা প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১৬:২৭

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছে শ্রীলঙ্কা। তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে আফগানদের কাছে। ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। নিজেদের পরবর্তী ম্যাচ নিয়ে শানাকা বলেছেন, আফগানিস্তানদের চেয়ে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ। 



বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে শানাকা জানিয়েছেন, বাংলাদেশের দুজন ছাড়া বিশ্বমানের কোনো বোলার নেই। তিনি বলেছেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। জানি, ফিজ (মোস্তাফিজুর রহমান) একজন ভালো বোলার। আর সাকিব বিশ্বমানের একজন বোলার। এ দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্বমানের বোলার নেই। তাই আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’ 



বাংলাদেশের সঙ্গে প্রায় প্রতিবছর দ্বিপক্ষীয় সিরিজ খেলার কারণে বাংলাদেশি ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা আছে বলে মনে করেন শানাকা। তাই নিজেদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে চান বাংলাদেশের বিপক্ষে। তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি। কেননা, তাদের সব ক্রিকেটার সম্পর্কে ধারণা আছে, আগামী ম্যাচে যা বড় ভূমিকা রাখবে। এ যুগে প্রতিটি দলই প্রতিপক্ষ সম্পর্কে ধারণা রাখে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।' 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us