স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কে সেলফোন যুক্ত করবে টি-মোবাইল

বণিক বার্তা প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১০:৩০

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে ব্যবহারকারীদের স্মার্টফোনে নেটওয়ার্ক সংযোগ প্রদানে স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ব্যবহার করবে ওয়্যারলেস নেটওয়ার্ক সরবরাহকারী টি-মোবাইল। সম্প্রতি এক যৌথ ঘোষণায় প্রতিষ্ঠান দুটির প্রধান এ কথা জানান। এছাড়া সেলফোনকে সরাসরি নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও ব্যাখ্যা করেছে। খবর রয়টার্স।


দক্ষিণ টেক্সাসে অবস্থিত রকেট ফ্যাসিলিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ইলোন মাস্ক জানান, টি-মোবাইলের বিদ্যমান সেলুলার পরিষেবার পাশাপাশি নতুন পরিকল্পনাটিও অবস্থান করবে। এর ফলে নেটওয়ার্কের জন্য সেল টাওয়ারের প্রয়োজনীয়তা কমে যাবে। এছাড়া যেসব প্রত্যন্ত অঞ্চলে কোনো নেটওয়ার্ক নেই সেখানে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারীরা সহজে ছবি, মেসেজ, ভিডিও আদান-প্রদান করতে পারবে।


স্টারলিংকের স্যাটেলাইটগুলো নতুন নেটওয়ার্ক তৈরিতে টি-মোবাইলের মিড-ব্যান্ড স্পেকট্রাম ব্যবহার করবে। প্রতিষ্ঠানটির গ্রাহকরা যেসব সেলফোন ব্যবহার করছে সেগুলোর অধিকাংশই নতুন পরিষেবা ব্যবহার করতে পারবে বলে জানা গিয়েছে। আগামী বছরের শেষ দিকে বেটা পরীক্ষার অংশ হিসেবে টেক্সট বা মেসেজিং পরিষেবা চালু করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us