নগর কৃষি এবং ঘুম ভাঙার গান

জাগো নিউজ ২৪ এবিএম. বিল্লাল হোসেন প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ১০:০৬

আমাদের দেশ আয়তনে ছোট কিন্তু ঘনবসতির দেশ| প্রতি বছর নদী ভাঙন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মাটির ক্ষয় এসব কারণে বেশ কিছু ভূমি হ্রাস পাচ্ছে। আবার ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসিক প্রয়োজনে আমাদের প্রতি বছর প্রচুর আবাদী ভূমি হারাতে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এভাবে আবাসিক প্রয়োজনে জমি ব্যবহৃত হতে থাকলে আগামী ৫০ বছরে আবাদী জমি শূন্যে নেমে আসবে।


প্রয়োজন মানুষকে বাধ্য করে বিকল্প খুঁজতে। এদেশে প্রতি বছর লক্ষ লক্ষ নতুন ভবন তৈরি হয়। সারা দেশে, সকল উপজেলা জেলা শহর, বিভাগীয় শহরসহ রাজধানীর সকল ভবনের আয়তন যোগ করলে কত পরিমাণ জমি হয়? এ পরিসংখ্যান সরকারের আছে কিনা জানা নাই, তবে, সহজেই অনুমান করা যায়, সকল ভবনের আয়তন যোগ করলে ছোট খাট একটা উপজেলার আয়তনের সমান হয়ে যাবে।


তো এতো বিশাল জনসংখ্যা, আবাদী জমি হ্রাস পেলে এতো মানুষের খাবার আসবে কোত্থেকে? মানুষের দরকার হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন, কৃষিতে আসবে অবশ্যম্ভাবী পরিবর্তন। বর্তমান কৃষির ধারনা পালটে যেতে বাধ্য। নগর কৃষি বা ছাদ কৃষির ধারণাটি অনেক পুরাতন হলেও এতোদিন খুব একটা প্রসার হয়নি, তবে গত কয়েক বছরে এখন সবার আগ্রহ বাড়ছে। এর প্রসার হচ্ছে। এর জন্য সোস্যাল মিডিয়ায় কিছু মানুষের অবদান অস্বীকার করার উপায় নেই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us