‘ছোট পোশাক পরে বিপরীত লিঙ্গকে সিডিউস করা বন্ধ করুন’ – এখন ফেসবুকের আলোচিত বিষয়। এই প্ল্যাকার্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছেলেটি দাঁড়িয়ে আছে সে নিজেও ছোট পোশাক পরে ঘুরে বেড়ায় এমন ছবিও এখন পাওয়া যাচ্ছে। পোশাক নিয়ে উচ্চ আদালতের মন্তব্যকে সমর্থন ও অভিবাদন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গত বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক দল শিক্ষার্থী ছোট পোশাকের বিরুদ্ধে অত্যন্ত কদর্যভাষার প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের প্রধানতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি মৌলবাদী ও উসকানিমূলক কর্মসূচি পালিত হতে পারে, সেটাই বিস্ময়কর। ছাত্রলীগের মতো প্রতাপশালী সংগঠন, বাম সংগঠন ছাড়াও অসংখ্য সাংস্কৃতিক সংগঠন আছে। তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসিনক কর্মকর্তাদের সামনে একটি প্রতিক্রিয়াশীল এবং একইসাথে সংঘাত ডেকে আনে এমন কর্মসূচি পালিত হওয়ায় অনেকেই ক্ষুব্ধ।