‘বাসন একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগবে’, কোন প্রসঙ্গে এ কথা বললেন প্রসেনজিৎ

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৬ আগস্ট ২০২২, ২০:১২

২০১৭ সালে মুক্তি পায় ‘ককপিট’। প্রযোজক দেবের দ্বিতীয় ছবি। যে ছবিতে অতিথি শিল্পী হিসাবে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আর তার পরই গোলমাল হয়ে যায় অনেক কিছু। দেব-প্রসেনজিৎ সম্পর্ক নিয়ে চলে বিস্তর লেখালেখি। শোনা যায়, দুই তারকার সম্পর্কে ফাটল ধরেছে।


কাট টু ২০২২-এ নন্দন। পাশাপাশি বসে দুই তারকা। দেব এবং প্রসেনজিৎ। দু’জনের পোশাকেই রংমিলান্তি। সাদা জামা আর নীল জিন্‌স। একসঙ্গে হাসছেন, কথা বলছেন, আবার নাচছেনও!


উপলক্ষ পথিকৃৎ বসুর নতুন ছবি ‘কাছের মানুষ’। ২০২২-এর দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে যে ছবি। আর এই ছবির মাধ্যমেই দুই নায়ককে বড় পর্দায় একসঙ্গে দেখবেন দর্শক। বৃহস্পতিবার ছিল ছবির প্রচার-ঝলক অনুষ্ঠান। সেখানেই অন্য মেজাজে ধরা দিলেন দুই তারকা।


শুরুতেই নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন সকলের প্রিয় বুম্বাদা। তিনি বলেন, “মিশুক কোনও দিন ছবির প্রযোজক হলে আমাকে যদি যথাযথ পারিশ্রমিকের বিনিময়ে ছবি করতে বলে, আমি না করতে পারব না। দেবও আমার কাছে অনেকটা তেমনই। আমাদের সম্পর্কটা একদম অন্য রকম। দুটো বাসন একসঙ্গে রাখলে ঠোকাঠুকি তো হবেই।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us