ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনকল্যাণে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১৩:৪৮

জনগণের কল্যাণে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যারা এলাকার উন্নয়নে কাজ করবেন তারাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।


বুধবার নিজ জেলা কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। হাওর এলাকার উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপও তুলে ধরেন তিনি।


মতবিনিময় সভায় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us