রাশিয়ার সস্তা তেলের মোহে এশিয়া

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১১:৫৫

ইউক্রেন হামলায় রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞায় দেশটির জ্বালানি বিক্রি কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় রপ্তানি বাড়াতে সস্তায় সেই সুযোগ লুফে নিচ্ছে এশিয়া। তেল, গ্যাস ও কয়লা আমদানি বাড়িয়েছে চীন, ভারতসহ আরো অনেক দেশ। চীনের শীর্ষ সরবরাহকারী রাশিয়া : ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই রাশিয়া থেকে চীনের জ্বালানি আমদানি ব্যাপকভাবে বেড়েছে।


ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীন যেখানে রাশিয়া থেকে বছরে দুই হাজার কোটি ডলারের তেল, গ্যাস ও কয়লা কিনত, সেখানে মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত সময়ে সাড়ে তিন হাজার কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে। মূলত পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া কিছুটা কম মূল্যে তেল-গ্যাস বিক্রির ঘোষণা দেয়।


সেই সুযোগ নিয়েছে চীন। গত জুলাই মাসে রাশিয়া থেকে চীন ৭৪ লাখ টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৪ শতাংশ বেশি। এর মাধ্যমে চীনে কয়লা রপ্তানির ক্ষেত্রে রাশিয়া এখন শীর্ষ স্থানে রয়েছে। একইভাবে রাশিয়া থেকে এলএনজি কেনার পরিমাণও ২০ শতাংশ বাড়িয়েছে চীন। চীনের জ্বালানি তেলেরও সবচেয়ে বড় সরবরাহকারী এখন রাশিয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

বাসভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমলো

ডেইলি স্টার | বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)
১ বছর, ৮ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us