ক্ষমতাসীন আওয়ামী লীগ যেসব রাজনৈতিক দলের প্রতি নমনীয়, তাদের নিয়ে নির্বাচনী জোট গঠনের চেষ্টা করছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এসব রাজনৈতিক দলের বিএনপির দিকে যাওয়া ঠেকানো এবং বিএনপি জোটের বিকল্প তৈরিতে এই উদ্যোগে সরকারের 'সমর্থন' রয়েছে। যদিও জাপা নেতাদের ভাষ্য, আওয়ামী লীগ ও বিএনপি থেকে সমদূরত্ব বজায় রাখা দলগুলো নিয়েই জোট হবে।
জাপা সূত্র জানিয়েছে, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তমের কৃষক শ্রমিক জনতা লীগ, বিএনপি জোট থেকে বেরিয়ে যাওয়া মাওলানা মুহম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ছেড়ে আসা নেতাদের দল এবি পার্টি, ইসলামী ফ্রন্ট, হেফাজতের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জির খেলাফত আন্দোলনকে নিয়ে জোট হতে পারে।