You have reached your daily news limit

Please log in to continue


গুগল অ্যাকাউন্টের ব্যাকআপ রাখবেন যেভাবে

গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত নথিপত্র আর ছবি জমা রাখা বহুল ব্যবহৃত ও নির্ভরযোগ্য বিবেচিত হলেও ঝুঁকিমুক্ত নয় এ সেবাটিও।

সাইবার হামলার ঝুঁকি বাদে নিজের ভুলেও গুগল অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারাতে পারেন ব্যবহারকারী।

এ ক্ষেত্রে নিরাপদ থাকার সহজ উপায় হচ্ছে নিজের গুগল অ্যাকাউন্টের সব কনটেন্টের ব্যাকআপ রাখা।

ব্যক্তিগত ডেটার নিরাপত্তা ও প্রবেশাধিকার ছাড়াও নানা কারণে অনলাইনে জমা রাখা তথ্য-উপাত্তের প্রয়োজন পড়তে পারে একজন ব্যবহারকারীর। এক্ষেত্রে সব নথিপত্রের ব্যাকআপ তৈরি করে এক্সপোর্ট করে নেওয়া যেতে পারে গুগলের ‘টেকআউট’ ফিচারের মাধ্যমে।

গুগল অ্যাকাউন্ট যেন নিয়মিত বিরতিতে স্বয়ংক্রিয়ভাবেই ব্যাকআপ তৈরি করে নেয়, সে ব্যবস্থাও করা সম্ভব। নিজের গুগল অ্যাকাউন্টের ব্যাকআপ তৈরি করে রাখতে চাইলে অনুসরণ করতে হবে নিচের পদক্ষেপগুলো:

>> প্রথমে যেতে হবে myaccount.google.com -এ।

>> ‘প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজেশন’-এর নিচে ‘ম্যানেজ ইওর ডেটা অ্যান্ড প্রাইভেসি’ খুঁজে নিয়ে তাতে ক্লিক করুন।

>> স্ক্রল করে ‘ডাউনলোড অর ডিলিট ইওর ডেটা’ খুঁজে নিয়ে তারপর ‘ডাউনলোড ইওর ডেটা’-তে ক্লিক করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন