ভারতে আইফোন ১৪ তৈরি করবে অ্যাপল

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৬:৪০

আইফোন এসই, আইফোন ১১ সিরিজ, আইফোন ১২ সিরিজ এবং আইফোন ১৩ সিরিজের পর, এবার আইফোন ১৪ সিরিজ ভারতে তৈরির পরিকল্পনা করেছে অ্যাপল। চীনে তৈরি আইফোন ১৪ সিরিজের আইফোনগুলো বাজারে আনার দুই মাস পর ভারতে এ কার্যক্রম শুরু করবে অ্যাপল। এ জন্য পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।


আগামী মাসেই আইফোন ১৪ সিরিজ উন্মুক্ত করার কথা রয়েছে। আইফোন ১৪ সিরিজের আওতায় আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল বাজারে আনবে অ্যাপল। সবকিছু ঠিক থাকলে অক্টোবর বা নভেম্বর মাস থেকে ভারতে আইফোন ১৪ সিরিজ তৈরির কার্যক্রম শুরু হতে পারে।


ইতিপূর্বে চীনের ছয় থেকে আট মাস পর ভারতে আইফোন তৈরির কার্যক্রম শুরু করেছিল অ্যাপল। নতুন এ পরিকল্পনার আওতায় চীনের দুই মাস পরই ভারতে আইফোন ১৪ সিরিজ তৈরি হবে। ফলে চীনের সঙ্গে ভারতের আইফোন তৈরির সময়ের ব্যবধান কমে আসবে।
সূত্র: এনডিটিভি, রয়টার্স, ব্লুমবার্গ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us