পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ভারতের বিমান বাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের মার্চে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ভারত।
গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র কেন পাকিস্তানে নিক্ষেপ করা হলো, তা নিয়ে পরবর্তীতে বিস্তর তদন্ত শুরু করে ভারত সরকার। তদন্ত শেষে ভারতীয় বিমান বাহিনী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত আছড়ে পড়ে ২০২২ সালের ৯ মার্চ।