You have reached your daily news limit

Please log in to continue


‘ভুল’ করে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ৩ ভারতীয় বিমানবাহিনী কর্মকর্তা বরখাস্ত

ভারতীয় বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভারতের পাঞ্জাব থেকে পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হওয়ার ঘটনায় ওই তিনজনকে বরখাস্ত করা হয়। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


দেশটির বিমানবাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনাক্রমে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র গত ৯ মার্চ ছোড়া হয়ে গিয়েছিল। ঘটনার দায় নির্ধারণসহ মামলার বিষয়ে যারা জড়িত তাদের বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত কমিটি তিনজনকে এই বিস্ফোরণের জন্য দায়ী বলে চিহ্নিত করেছে।’

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওই তিনজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে ঘটনার জন্য দায়ী করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অবিলম্বে তাদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। আজ মঙ্গলবার থেকেই তাদের দায়িত্ব সমাপ্ত ঘোষণার জন্য আদেশ দেওয়া হয়েছে।’


এর আগে, চলতি বছরের মার্চের শুরুতে ভারত থেকে একটি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের অংশে গিয়ে বিধ্বস্ত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানানো হয় পাকিস্তানের পক্ষ থেকে। পরে এই ঘটনাকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ‘গভীরভাবে দুঃখজনক’ বলে অভিহিত করা হয়। সে সময় ভারতীয় সরকার এই বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘প্রযুক্তিগত ত্রুটিকে’ এর জন্য দায়ী করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন